পুলিশই জনতা, জনতাই পুলিশ
১৯৮৪ খ্রি. সাল থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ এর প্রধান কার্যালয়টি জেলা শহরের প্রাণকেন্দ্রের উত্তর চাষাড়ায় অবস্থিত। একটি ৩য় তলা উত্তরমুখী পাকা বিল্ডিং-যা পুলিশ সুপারের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ১৯৯৯ খ্রি. সালে বর্তমান বিল্ডিংটি নির্মিত হয়। এই বিল্ডিং এর নিচতলায় জেলা বিশেষ শাখা (ডিএসবি), ২য় তলায় পুলিশ সুপারের অফিস এবং ৩য় তলায় সিআইডি এর অফিস অবস্থিত।
নারায়নগঞ্জ জেলা পুলিশের জন্য মোট মঞ্জুরীকৃত জনবল ১৯৬৫ জন। এর মধ্যে নিরস্ত্র শাখায় ১০৯১ জন এবং সশস্ত্র শাখায় ৮৭৪ জন। এছাড়া ৭০ জন সিভিল কর্মকর্তা ও কর্মচারী রয়েছে।
নারায়নগঞ্জ জেলা পুলিশের অধীনস্ত ৩টি সার্কেল অফিস, ৭টি থানা, গোয়েন্দা সংস্থা, বিশেষ শাখা ছাড়া, ট্রাফিক বিভাগ, ১২টি ফাড়িঁ ও ৩টি তদন্ত কেন্দ্র রয়েছে।
পুলিশের কাজ প্রচলিত আইন কানুন ও বিধি বিধান দ্বারা নিয়ন্ত্রিত। সব অঞ্চলেই পুলিশের কাজের ধরণ ও প্রকৃতি একই রকম।
যদিও অঞ্চল ভেদে স্থানীয় পুলিশ প্রধানের অপরাধ নিয়ন্ত্রণের কৌশলে কিছুটা পরিবর্তন হতে পারে। সুতরাং অন্যান্য জেলা তথা সমগ্র বাংলাদেশের পুলিশের মতোই নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাজ করে। যেমন-
o অপরাধের কারণ অনুসন্ধান ও অপরাধ/অপরাধী সনাক্তকরণ।
o অপরাধ নিবারণ ও অপরাধী গ্রেফতার।
o অপরাধীদের কোর্টে সোপর্দকরণ।
o আইনের শাসন প্রতিষ্ঠা।
o অংশীদারিত্বমূলক পুলিশিং ব্যবস্থা চালু।
o অপরাধের উৎস নির্ধারণ ও যথাসময়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিতকরণ।
o জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতঃ দেশের অগ্রযাত্রায় ভূমিকা পালন।
o আইন, বিধি ও বিভিন্ন সময়ে সরকার কর্তৃক জারীকৃত আদেশ, নির্দেশ পালন।
যোগাযোগঃ
পোস্টাল ঠিকানাঃ পুলিশ সুপার, নারায়নগঞ্জ, পোস্ট কোডঃ ১৪০০।
ফোনঃ ৭৬৪৮২৭৭ (কন্ট্রোল রুম), ৭৬৪৮৪৪৯ (পুলিশ সুপার)
ফ্যাক্সঃ ৭৬৪৮২৪৮
মোবাইলঃ ০১৩২০০৯০৩০০
ই-মেইলঃ spnarayang০nj@police.gov.bd