পুলিশই জনতা, জনতাই পুলিশ
অদ্য ২৭/০৭/২০১৯ খ্রিস্টাব্দ রোজ শনিবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন রয়েল রিসোর্টে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এর অভিষেক অনুষ্ঠান (নির্বাহী পরিষদ ২০১৯-২০২১ সাল) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোখলেছুর রহমান, বিপিএম (বার) মহোদয় সহ বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার অন্যান্য নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উক্ত অভিষেক অনুষ্ঠানে অতিথিগণ মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।