পুলিশই জনতা, জনতাই পুলিশ
থানার সার্বিক দায়িত্ব পালন করে থাকেন একজন অফিসার ইনচার্জ /Officer in Charge(OC) এবং তদন্তকর্মকর্তা হিসেবে একজন ইন্সপেক্টর /Inspector (IO) থাকেন। এছাড়া থানায় একজন সেকেন্ড অফিসার, কয়েক জন এস.আই ও এ.এস.আই এবং বেশ কিছু সংখ্যাক কনস্টেবলসহ অন্যান্য কর্মচারী থাকে।
থানায় স্থানীয় জনসাধারন তাদের অভিযোগ প্রাথমিক ভাবে কর্তব্যরত কর্মকর্তার নিকট উপস্থাপন করে, যা আইনানুগ ভাবে গৃহীত হয়ে জিডি অথবা মামলা হিসেবে লিপিবদ্ধ হয়।
সামাজিক সমস্যা নিরুপনে থানা পুলিশের ভূমিকা অপরিসীম। এছাড়া দৈনন্দিন কাজের পাশাপাশি থানা পুলিশ কমিউনিটি পুলিশের সহায়তায় অপরাধ সমুহ প্রতিরোধে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
নারায়ণগঞ্জ জেলায় মোট সাতটি(৭) থানা রয়েছে-
১। নারায়নগঞ্জ সদর মডেল থানা
২। ফতুল্লা মডেল থানা
৩। বন্দর থানা
৪। সিদ্ধিরগঞ্জ থানা
৫। আড়াইহাজার থানা
৬। সোনারগাঁ থানা
৭। রূপগঞ্জ থানা
(থানা গুলো সর্ম্পকে জানতে নামের উপর ক্লিক করুন)