Posted on August 21, 2019 by ICT OPERATOR
Leave a Comment
নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর নারায়নগঞ্জ-পাগলা-ঢাকা মহাসড়কের দক্ষিণ পার্শ্বে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক এর মাধ্যমে অধিগ্রহণ সূত্রে মাসদাইর ও হরিহরপাড়া মৌজায় সর্বমোট ১০.০৮৮৭ একর (কমবেশি) জমির মধ্যে নারায়নগঞ্জ পুলিশ লাইন্স অবস্থিত। যাহা উপ-বিভাগীয় প্রকৌশলী নারায়নগঞ্জ ২৫/১১/১৯৮৭ খ্রি. জেলা পুলিশের নিকট হস্তান্তর করেন। পুলিশ লাইন্স নারায়নগঞ্জ এর উত্তরে ঢাকা-নারায়নগঞ্জ মহাসড়ক, দক্ষিণে ব্যক্তি মালিকানা জায়গা, পূর্বে ব্যক্তি মালিকানা বহুতলা ভবন, পশ্চিমে লোহা মালিক সমিতির বহুতলা ভবন।
নারায়নগঞ্জ পুলিশ লাইন্স কম্পাউণ্ড-এ অবস্থিত অফিস সমূহঃ-
০১। রিজার্ভ অফিস
০২। আর আই অফিস
০৩। মেজর অফিস
০৪। অস্ত্রাগার
০৫। যানবাহন শাখা
০৬। রেশন ষ্টোর
০৭। ক্লোথিং ষ্টোর
০৮। ডি ষ্টোর
০৯। পুলিশ হাসপাতাল
১০। পুলিশ বেতার
১১। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)
১২। পুনাক ক্যাফেটেরিয়া এণ্ড রেস্টুরেন্ট
১৩। শহীদ করোনা যোদ্ধা কনস্টেবল মোঃ রফিকুল ইসলাম সাইবার ক্যাফে ও লাইব্রেরি
নারায়নগঞ্জ পুলিশ লাইন্স কম্পাউন্ড-এ বর্তমানে বিদ্যমান ভবন স্থাপনার বিবরণঃ-
০১। দ্বিতল ভবন বিশিষ্ট রিজার্ভ অফিস
০২। তিন তলা ভবন বিশিষ্ট ব্যারাক
০৩। ছয় তলা ভবন বিশিষ্ট ব্যারাক
০৪। একতলা ভবন বিশিষ্ট অস্ত্রাগার
০৫। একতলা ভবন বিশিষ্ট যানবাহন শাখা
০৬। একতলা ভবন বিশিষ্ট রেশন ষ্টোর
০৭। দ্বিতল ভবন বিশিষ্ট পুলিশ হাসপাতাল
০৮। একতলা ভবন বিশিষ্ট পুলিশ লাইন্স মসজিদ
০৯। তিনতলা ভবন বিশিষ্ট পুলিশ লাইন্স স্কুল
১০। একতলা ভবন বিশিষ্ট রন্ধনশালা বা পুলিশ মেস্
১১। একতলা ভবন বিশিষ্ট আর আই সাহেবের বাংলো
এছাড়া পুলিশ লাইন্স কম্পাউন্ড-এ যা রয়েছে–
০১। পুলিশ লাইন্স স্কুল
০২। শতাব্দী উদ্যান
০৩। মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য
০৪। প্যারেড গ্রাউণ্ড
০৫। টেনিস গ্রাউণ্ড
০৬। পুলিশ লাইন্স পুকুর
০৭। পুলিশ লাইন্স ক্যান্টিন