সাধারণ ডায়েরী
Posted on August 21, 2019 by ICT OPERATOR
Leave a Comment
জনসাধারন এই অংশে জরুরী নয় বা তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন নেই, এমন সব বিষয়ে সাধারণ ডায়েরী বা জিডি করার অনুরোধসহ আইন সহায়তা লাভ করতে পারবেন ।
জরুরী নয়, এমন কিছু বিষয়ের উদাহরণ হচ্ছেঃ যেমন-
১. পাসপোর্ট, পরিচয়পত্র, ব্যাংকের চেকবই, সার্টিফিকেট বা অন্য যে কোন গুরুত্বপূর্ণ দলিল হারানো।
২. জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশংকা আছে এমন কোন অবৈধ সমাবেশ সম্পর্কে আগাম তথ্য।
৩. গৃহ পারিবারিক, নিয়োগ দারোয়ান, কেয়ারটেকার, নৈশপ্রহরী নিয়োগ (বা পলায়ন) সম্পর্কে তথ্য।
৪. নতুন বা পুরোনো ভাড়াটিয়া সম্পর্কে তথ্য।
৫. ইভ টিজিং সংক্রান্ত
৬. হারানো সংক্রান্ত (দলিল, সার্টিফিকেট, পরিচয়পত্র ইত্যাদি )
৭. নতুন/পুরাতন নৈশপ্রহরী, দারোয়ান, গৃহপরিচারিকা, কেয়ারটেকার, প্রভৃতি নিয়োগ(পলায়ন) সংক্রান্ত
বিশেষ দ্রস্টব্যঃ যে কোন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ, যেমন- চুরি, ছিনতাই, অপহরন, মারামারি, নারী নির্যাতন, ধর্ষন ইত্যাদির জি.ডি হয় না। ব্যক্তিগত ভাবে থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করলে তাৎখনিকভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।